মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে বুধবার কীটনাশক এক দোকান কর্মচারী বিষ পানে আত্মহত্যা করেছে।
বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের দুলাল হোসেনর ছেলে ১৩মাইল গড়েয়া বাসার ট্রেডার্সের কর্মচারী নুররবী (১৭) মঙ্গলবার দিবাগত রাতে পাশেই বল খেলার মাঠে পিকনিক খাওয়ার কথা বলে বাড়ী থেকে নিখোঁজ হয়। বুধবার সকালে তার লাশ বাড়ীর পূর্ব দিকে বিন্নাকান্দরের মাঝখানে পরে থাকতে দেখে মানুষ পরিবারের কাছে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল লিপিবদ্ধ করে। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ওসি আবু আক্কাস আহমদ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।