
বীরগঞ্জ প্রতিনিধি : বীরগঞ্জে গত বুধবার বিকেল ৫টায় দুই দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও উৎপাদন মেলার উদ্বোধন করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির সহযোগীতায় স্থানীয় ব্যবসায়ী পরিষদের উদ্যোগে মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে দুই দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও উৎপাদন মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর। মেলা উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় মোঃ গোলাম মোসত্মফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সেলিনা আকতার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির প্রকল্প ম্যানেজার জুলিয়ান বিশ্বাস। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির প্রোগ্রাম অফিসার কৃষি জগদীশ চন্দ্র চন্দ্র রায়, পারুল বেগম, মেলা আয়োজক কমিটির সভাপতি মোঃ সাজেদুর রহমান বাবু প্রমুখ।