
মো: আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত কাল কৃষি ভুমি বাচাঁনোর ৬টি দাবি সহ ভুমিহীনদের জনসংগঠন ঐক্য পরিষদ র্যালি, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে।
ভুমিহীন জনসংগঠন ঐক্য পরিষদ সংসদীয় এলাকার (বীরগঞ্জ-কাহারোল) আয়োজনে এবং সিডিএ এর সহায়তায় কৃষি ভুমি বাচাঁনোর ৬টি দাবি সহ ভুমিহীনদের জনসংগঠন ঐক্য পরিষদ র্যালির অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা চত্তরে সংসদীয় ঐক্য পরিষদ নেতা নরেন দাসের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক সমন্বয়কারী সিডিএ ০২ অঞ্চল বীরগঞ্জ মোঃ আব্দুর রইস। আরো বক্তব্য রাখেন নিশিকামত্ম রায়,গোলাম মসত্মফা তারা ও তরিকুল ইসলাম প্রমুখ। র্যালি ও সমাবেশে অংশ গ্রহণ করেন ভুমিহীনদের জনসংগঠন ঐক্য পরিষদ সদস্যগণ, সংসদীয় ঐক্য পরিষদ, জেলা সমন্বয় পরিষদ এবং ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। র্যালিতে অংশ গ্রহণ কারীগণ ১। নতুন করে ভহমির সিলিং নির্ধারন করা হোক,২। চাষাবাদ করেনা এমন ভহমি মালিকদের ভুমি অধিগ্রহণ করে প্রকৃত চাষি ও ভহমিহীনদের মধ্যেবণ্টন করতে হবে, ৩। মাল্টি ন্যাশনাল কর্পোরেট কোম্পানির জমি ক্রয় এবং ব্যবহার নিশিদ্ধ করতে হবে, ৪ রাসায়নিক সার ও কিটনাশক ব্যবহার বন্ধ করতে হবে, ৫। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন বন্ধ করতে হবে, ৬। জৈব সার প্রস্ত্ততকারীদের ব্যাংক ঋণ দিতে হবে, ৬টি দাবি সম্বলিত ফেসটুন বহন করেন । সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দিনাজপুর ০১ আসনের সাংসদ বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।