বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে কেঁচো কম্পোষ্ট সার ব্যবহার করে কৃষক দুলাল স্বাবলম্বী

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গতকাল উপজেলার সাতোর ইউনিয়ন চৌপুকুরিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের কৃষক দুলাল হাই ব্রীড চাল কুমড়া ৬০ শতাংশ জমিতে এবং ৪০ শতাংশ জমিতে শিম আবাদ করেন। মেসার্স সিন্ধা এন্টার প্রাইজ এর প্রোপাইটার মানিক বর্মার পরামর্শে কেঁচো কম্পোষ্ট সার ব্যবহার করেন ৩০০ কেজি। রাসায়নিক টি,এসপি ২০ কেজি, পটাশিয়াম ১০ কেজি, ইউরিয়া ২৫ কেজি ব্যবহার করে চাল কুমড়া ও শিমের বাম্পার ফলন পান।

 

কেঁচো মানিক বর্মা দিনাজপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কেঁচো কম্পোষ্ট সার উৎপাদন ও সম্প্রসারণ কাজ চালিয়ে যাচ্ছেন। মানিক বলেছেন, কেঁচো কম্পোষ্ট সার ব্যবহার করলে মাটির গুনগত মান বজায় থাকবে ও উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে । পানি ধারন ক্ষমতা বেড়ে যাবে । কৃষকের রাসায়নিক সার ব্যবহার অপরিমিত ঝুকি কমে যাবে ।

জাপানের জ্যাইকা স্বেচ্ছাসেবিকার প্রতিনিধি আয়ুমি কাওয়ানো পরিদর্শন করেন কৃষক দুলালের চাল কুমড়া ও শিম ।

Spread the love