
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ বীরগঞ্জে সরাসরি পিটিওএস মেশিনের মাধ্যমে খরা সহিষ্ণু ব্রি-৫৬ ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদর থেকে ১৩কিলোমিটার উত্তরে মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের আদিবাসী কৃষক মানুয়েল মার্ডির উঠানে ইউপি চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহমেত্মর সভাপতিত্বে মাঠদিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের (নশিপুর) ঊর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো:আকবর হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর জেলা কর্মসূচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) তপন কুমার সাহা, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো:মোসত্মফিজুর রহমান, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি মো: আবেদ আলী, সাংবকদিক কল্যান সংস্থার সভাপতি মীর কাসেম লালু, মোহনপুর ইউনিয়ন ফেডারেশন চেয়ারম্যান পুনতি মুরমু, আরডিআরএস রংপুর ইউনিটের সিনিয়র এগ্রিকালচার অফিসার অনুপ কুমার ঘোষ, দিনাজপুর ইউনিটের কৃষি অফিসার সৈয়দা নাজমা পারভিন, কমিউনিটি অরগানাইজার রাজু চন্দ্র দাস, ফিল্ড এ্যাসিসট্যান্ট সহ সংশ্লিষ্ট স্টাফ, আদিবাসী মহিলা চাষী কল্পনা সরেন ও রবি মার্ডি প্রমুখ।
অস্ট্রেলিয়ান আমত্মর্জাতিক কৃষি গবেষণা কেন্দ্র এসিআইএআর অর্থায়নে দিনাজপুর গম গবেষণা কেন্দ্র (এসআরএফএসআই) প্রকল্পের আওতায়, আরডিআরএস বাংলাদেশ আমত্মর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) সহযোগিতায় আমন মৌসুমে সংরক্ষণশীল কৃষি প্রযুক্তির সুফল হিসেবে সরাসরি পিটিওএস মেশিনের মাধ্যমে খরা সহিষ্ণু ব্রি-৫৬ ধান চাষ পদ্ধতির কলা-কৌশল কৃষকদের দেখানোর জন্য মাঠ দিবসের আয়োজন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্রি ধান৫৬ যেহেতু স্বল্পমেয়াদি তাই কৃষকরা অল্প সময়ে এই ধান কেটে আগাম আলু তারপর খরিফ-১ ভুট্টা লাগাতে পারে। এই ধান কেটে গম চাষ করা যেতে পারে। এই ধানের ফলন ৪.৭ টন/হে:। পিটিওএস মেশিনের মাধ্যমে সরাসরি ধান চাষ করলে চাষের খরচ, সময়, লেবার কম লাগে। কিন্তু সরাসরি ধান চাষে আগাছানাশক ব্যবহার করতে হবে। এই মাঠ দিবসে এলাকার গন্যমান্য ব্যক্তিসহ শতশত কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।