শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে খড় পোড়ানো নিয়ে সংঘর্ষ। নিহত-১

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জের খড় পোড়ানো নিয়ে সংঘর্ষে গত বৃহস্পতিবার একজন নিহত হয়েছে। নিহতের নাম হেমমত্ম চন্দ্র রায় (৩৭)। সে উপজেলার সুজালপুর ইউনিয়নের মাঝা কোমরপুর গ্রামের মৃত পোহাতু চন্দ্র রায়ের পুত্র।Pic-birganj 09

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার সুজালপুর ইউনিয়নের মাঝা কোমরপুর গ্রামের পৌষা রায়ের পুত্র খোকন রায় (২৫) গত বুধবার রাত ১২টায় শীত নিবারণের জন্য হেমমত্ম চনদ্র রায়ের খড় নিয়ে এসে আগুন জ্বালালে হেমমত্ম বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে হেমমত্ম চন্দ্র রায়ের মাথায় আঘাত করে। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় হেমমত্মকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃস্পতিবার দুপুর ১টায় মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মোঃ আরমান হোসেন পিপিএম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ পর্যমত্ম থানায় লিখিত কোন অভিযোগ হয়নি।