বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে নিজেকে ঢাকা শিক্ষা অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকুরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মোঃ সিরাজুল ইসলাম (৪৮)নামে এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আটক সিরাজুল উপজেলার ভোগনগর ইউনিয়নের ইউনিয়নের নওগাঁও গ্রামের মোঃ শামসুল হকের পুত্র।
শনিবার সকাল ১০টায় নিজবাড়ী থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
বীরগঞ্জ থানার এএসআই মোঃ আব্দুল লতিফ জানায়, আটক সিরাজুল ইসলাম নিজেকে ঢাকা শিক্ষা অফিসের কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চাকুরী দেওয়ার নাম করে বিভিন্ন এলাকার লোকজনের কাছে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর সে আত্মগোপন করে। আজ সে বাড়ী আত্মগোপন করে রয়েছে এমন সংবাদের ভিত্তিত্বে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন বাড়ী থেকে আটক করে থানায় হস্তান্তর করে।
বীরগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার পরিবারে কয়েক সদস্যের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।।