
শেখ জাকির হোসেন, বীরগঞ্জ প্রতিনিধি : বীরগঞ্জে গত বুধবার মাঠ থেকে গরু চুরি, গরুসহ চোরকে আটক করেছে এলাকাবাসী। উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামের হাজী মজিবর রহমানের ছেলে নজরুল ইসলামের ৩০ হাজার টাকা মুল্যের একটি আড়িয়া গরু বাড়ীর পার্শ্বে মাঠ থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাত চোরের দল চুরি করে নিয়ে পালিয়ে যায়। অনেক খোজা-খুজির পর গতকাল শতগ্রামের নগেন চন্দ্র রায়ের ছেলে জগেশ চন্দ্র রায়ের বাড়ী থেকে চোরাই গরুটি উদ্ধার করা হয়। জগেশ জানায় নাগরি-সাগরি গ্রামের হাসিম উদ্দিনের ছেলে মোঃ আলম গরুটি চুক্তিতে পালনের জন্য এনে দিয়েছে। পরে জগেশের মাধ্যমে চোর আলমকে আটক করে গনধোলাইয়ের পর শতগ্রাম ইউপি চেয়াম্যান কেএম কুতুব উদ্দিনের কাছে গরু ও চোর জমা দেওয়া হয়েছে।