
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে চোরাই মটর সাইকেলসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
আটক মটর সাইকেল চোর বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের টেনা সিনিহারী গ্রামের মোঃ জবাইদুর রহামনের পুত্র মোঃ ওমর ফারুক (২০), একই উপজেলার ছোট সুলতানপুর ইউনিয়নের ডকচাই গ্রামের মোঃ মিজানুর রহমান মিজানের পুত্র মোহাম্মদ আলী (২৬)।
শুক্রবার বিকেল ৪টায় বীরগঞ্জ পৌর শহরের উল্লাস সিনেমা হল মোড় থেকে পুলিশ তাদের আটক করে।
উদ্ধার হওয়া মটর সাইকেল মালিক কুড়িগ্রাম জেলা ফুলবাড়ী উপজেলার আটিয়াবাড়ী গ্রামের মোহাম্মদ আলী শেখের পুত্র মোঃ হুমায়ুন কবির শেখ (৩৭) জানান, ঠাকুগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় এক আত্মীয় বাসায় দাওয়াত খেতে আসি। দুপুরে ভারতীয় তৈরী স্পিন্ডার-১০০সিসি মটর সাইকেল পীরগঞ্জ বড় মসজিদের সামনে রেখে দুপুরে জুমার নামাজ পড়ে বাইরে এসে দেখি মটর সাইকেলটি নেই। বিষয়টি জানাজানির পর স্থানীয় লোকজন জানালেন চোরাই মটর সাইকেলগুলি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় বেচা-কেনা হয়। তাদের পরামর্শক্রমে আত্মীয়সহ দ্রুত বীরগঞ্জ এসে পুলিশকে অবহিত করি। পুলিশ তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে মটর সাইকেলসহ দুই চোরকে আটক করা হয়।
বীরগঞ্জ থানার ওসি কেএম শওকত চোরাই মটর সাইকেল সহ দুইজন আটকের ঘটনা নিশ্চিত করেছেন।