দিনাজপুর প্রতিনিধি : বীরগঞ্জে গত রবিবার চোরাই শালকাঠ উদ্ধার করেছে পুলিশ। ২ জন গ্রেফতার। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামের মৃত মোঃ আমির হোসেনের পুত্র মোঃ তোফাজ্জ্বল হোসেন (৫৫), পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের দারাজ উদ্দিনের পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৪২)।
গোপন সংবাদের ভিত্তিত্বে বীরগঞ্জ থানার ওসি মোঃ আরমান হোসেনের নেতৃত্বে এএসআই জাকারিয়া ও একদল পুলিশ সাতোর ইউনিয়নের পঁচিল মাইল নামকস্থানে দুলাল মুন্সির কাঠ চেরাই করা করাত মিলে অভিযান চালিয়ে ২০ সেপ্টি শালকাঠ উদ্ধার করে এবং দুজনকে গ্রেফতার করে।
জানা গেছে ৩ এপ্রিল বীরগঞ্জ উপজেলার সিংড়া শালবন জাতীয় উদ্যান হতে অজ্ঞাত চোরেরা প্রায় অর্ধশতাধিক শালগাছ কেটে ট্রাক্টর করে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় বেশ সমালোচনায় পড়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন।