
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের উদ্যোগে অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু হোসাইন বিপুর নেতৃত্বে বীরগঞ্জ ডিগ্রী কলেজ হতে একটি অবরোধ বিরোধী বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পুরাতন শহীদ মিনার চত্বরে এক সমাবেশ হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ রোকনুজ্জান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু হোসাইন বিপু, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক নমিউল ইসলাম বাবু, আফজাল হোসেন ইভান, ফরিদুল ইসলাম, মোসত্মাকুল ইসলাম, মুনকিরুউজ্জামান প্রিন্স, মোঃ সাজেদুর রহমান অন্তু, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মোনায়েম হোসেন, সাধারন সম্পাদক মোঃ গোলাম রববাণী, ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান সাজু, কলেজ শাখার সঞ্জয় কুমার, মোঃ নাজমূল প্রমুখ। সভায় বক্তাগণ আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে বলেন, উন্নয়ন ও গণতন্ত্রকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে খালেদা জিয়ার জঙ্গীবাদ ও মানুষ হত্যার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে দেশবাসীকে। তা না হলে আবার তারা এদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে মেতে উঠবে।