শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Picture-Bclবীরগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে গত শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মোঃ সাজেদুর রহমান অন্তুর নেতৃত্বে জামায়াত-শিবির কর্তৃক নির্মম ভাবে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোঃ খলিলুর রহমান হত্যার প্রতিবাদে বীরগঞ্জ ডিগ্রী কলেজ হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে পুরাতন শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মোঃ সাজেদুর রহমান অন্তু,কলেজ ছাত্রলীগ শাখার নেতা মোঃ সোহাগ, শিহাব হোসেন,  মোঃ রাববী, নেপাল চন্দ্র রায় ও সৌরভ প্রমুখ। বক্তাগণ বলেন, জামায়াত-শিবির মানুষ হত্যার নেশায় মেতে উঠেছে। তারা বিএনপি নেত্রী খালেদা জিয়ার মদদে একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তাদের এই রক্ত পিপাসা বন্ধ করতে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে প্রস্ত্তত থাকার আহবান জানান। ছাত্রলীগ নেতা মোঃ খলিলুর রহমান হত্যার নিন্দা জানিয়ে তারা খুনিদের ফাঁসির দাবি জানান। তা না হলে মুজিব আদর্শের সৈনিক বাংলাদেশ ছাত্রলীগ দেশবাসীকে সাথে নিয়ে খুনি বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।