
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি| বীরগঞ্জে গত রবিবার ছাত্রীদের নির্যাতন বিষয়ে পৌরসভা শিশু সুরক্ষা কমিটির কবি নজর“ল উচ্চ বিদ্যালয়ে প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
এসওপিকে এর র্গাল পাওয়ার প্রকল্পের আয়োজনে পৌরসভা শিশু সুরক্ষা কমিটি কবি নজর“ল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে। পরিদর্শন শেষে বিদ্যালয় মিলনায়তনে প্রধার শিক্ষক আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে কর্মরত সকল শিক্ষক–শিক্ষীকাদের নিয়ে শিক্ষক কর্তৃক ছাত্রী নির্যাতন ঘটনায় প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্যে র্গাল পাওয়ার প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোছাঃ তাজদীদা বেগম বলেন আমরা মেয়েদের কাছ থেকে সুনিদিষ্ট অভিযোগ পাওয়ার পর এই স্কুলে এসেছি,অভিযুক্ত শিকের নাম প্রকাশ করে তাকে আমি সকলের কাছে ছোট করতে চাইনা কিন্ত তাকে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছি। আরো বক্তব্য রাখেন পৌরসভা শিশু সুরক্ষা কমিটির সাধারন সম্পাদক হারুন অর রশিদ, সহ সভাপতি ও বীরগঞ্জ পেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আীল, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আব্দুল বারিক, কাউন্সিলর রহিমা বেগম ফুলেশা, নার্গিস আক্তার কেয়া, সহ শিক হাসানুজ্জামান বাবুল ও সাংবাদিক সিদ্দিক হোসেন প্রমুখ। সভায় অতিরিক্ত কাসের অন্তরালে শিক্ষক কতৃর্ক ছাত্রীদের নির্যাতন দিকগুলি তুলে ধরে বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। প্রধার শিক্ষক আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদ স্কুলে ছাত্রীদের সুরার ব্যাপারে সভাকে নিশ্চিত করেন এবং শিক্ষকদের সতর্ক করেন।
প্রেরক,
মোঃ মীর কাসেম লালু
প্রতিনিধি
বীরগঞ্জ,দিনাজপুর
মোবাইলঃ ০১৭১৬৫১৭১০৮/০১৭৪৩৯০৬৬৬৬