মোঃ রেজাউল করিমঃ দিনাজপুরের বীরগঞ্জে মসজিদের জমি নিয়ে মামা-ভাগ্নে সংঘর্ষ থামাতে গিয়ে মোঃ হোসেন (২৮) এবং জয় দেব কুমার (৩০) নামে দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে।
আহত মোঃ উপজেলার মরিচা ইউনিয়নের মাহাতাবপুর গ্রামের নুর ইসলামের পুত্র এবং জয় দেব কুমার মোহনপুর ইউনিয়নের বড় হাট কুমার পাড়া গ্রামের প্রাণ কিশোর পুত্র।
শনিবার সকাল ১১টায় স্থানীয় গোলাপগঞ্জ বাজারে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান চৌধুরী বাদশা জানান, মরিচা ইউনিয়নের মাহাতাবপুর গ্রামের মোঃ হেদায়েতুল্লা (৬০) তার ভাগ্নে একই গ্রামের মৃত মজিবর মুন্সির পুত্র মোঃ শরিফুল ইসলাম (৩৬) কে সকালে গোলাপগঞ্জ বাজারে চা হোটেলে পেয়ে সে মসজিদের জমি দখলে রাখার অভিযোগ এনে তা ছেড়ে দেওয়ার জন্য জানান। জমি দখলে রাখার বিষয়টি শরিফুল অস্বীকার করলে উভয়ের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হলো প্রতিবেশী মোঃ হোসেন এবং হোটেল কর্মচারী জয় দেব কুমার গুরম্নতর আহত হয়।
আহত মোঃ হোসেন জানান, মামা-ভাগিনার সংঘর্ষ থামাতে গেলে শরিফুল ক্ষিপ্ত হয়ে কোমল পানীয় এর বোতল দিয়ে প্রথমে মাথায় পরে বোতল ভেঙ্গে পেটে আঘাত করে।
বীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ করে নি।