
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের। চিকিৎসাধীয় অবস্থায় ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার মোহনপুর ইউনিয়নের চকমহাদেব গ্রামের ভোমর মুন্সির পুত্র মাওঃ অাব্দুস সাত্তারের ও আব্দুল মান্নানের পুত্র আব্দুল খালেকের সাথে প্রতিবেশী আঃ সালামের সাথে জমি নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষ বাধে । এতে উভয় পক্ষের ১৮ জন আহত হয়। ঘটনার দিন রাতেই সালাম বাদী হয়ে ৩৮জন এজাহার নামীয় ও অজ্ঞাত আরো ৩০/৪০জনকে আসামী করে বাংলাদেশ দন্ডবিধি আইনের ১৪৩, ১৪৭, ৪৪৭, ৪৪৮, ৩১৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৮০, ৪৩৫, ৪৩৬, ৩৫৪, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় মামলা দায়ের করে। যারনং-০১(০৮)২০১৪।
মামলার তদন্তকারী এসআই নাজমূল হুদা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ ওয়ার্ডে অভিযান চালিয়ে মাটিয়াকুড়া গ্রামের আকবর আলীর পুত্র আব্দুর রশীদ (৪৭) , চকমোহাদেব গ্রামের আব্দুল মান্নানের পুত্র আব্দুল বাতেন (৩০), ভোমর মুন্সির পুত্র আব্দুল জববার (৬২), আব্দুল খালেকের পুত্র সামিউলের (২৬) ও সোহেল রানা (২৪), মাওঃ আবুল কাসেমের পুত্র আনোয়ারুল অরফে ছোটবাই (২৩), একই ইউনিয়নের বড় করিমপুর গ্রামের ফজর আলীর পুত্র মাজেদুল ইসলাম (১৯) ও পাল্টাপুর ইউনিয়নের ভোগডমা গ্রামের ঈদ্রিশ আলীর পুত্র এনামূল হক (২৮) কে গ্রেফতার করে দিনাজপুর জেলা ম্রাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
বীরগঞ্জ থানার ওসি কে এম শওকত জানান, বাকী আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।