সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ।

মো: নাজমুল ইসলাম মিলন : দিনাজপুরের বীরগঞ্জে জমি সংক্রান্ত জেরে সন্ত্রাসী মাওলানা শিক্ষকের হামলায় মুমুর্ষ অবস্থায় ভাই-ভাতিজা সহ ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের মৃত তফির উদ্দিনের পুত্র জিয়াউর রহমান (৩৫) গতকাল বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমুর্ষ অবস্থায় জানায়, আমার বড় ভাই দলিল উদ্দিন দীর্ঘদিন ধরে আমার জমি দখলের চেষ্টায় ব্যার্থ হয়ে গত ১৫ নভেম্বোর দুপুরে আমার সরিষা ক্ষেতে জ্বরপূর্বক ঢুকে সরিষা গাছ তুলে জমিটি দখলের চেষ্টা কালে আমি বাধা দিলে আমার ভাই দলিলের হুকুমে তার ২ পুত্র সনকা উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক মাইজার রহমান (২৮) ও আজিজার রহমান (২২) ২/৩ জন সন্ত্রাসীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তার আত্মচিৎকারে আলহাজ্ব ইসা মোহাম্মদের পুত্র ভাতিজা জাহাঙ্গীর আলম এগিয়ে এলে সন্ত্রাসীরা তার উপরেও হামলা করে। এতে চাচা জিয়াউর ও ভাতিজা জাহাঙ্গীর রক্তাক্ত মুমুর্ষ অবস্থায় পড়ে থাকে। এসময় প্রতিবেশী জাহেদুল ইসলাম বাবু, জাকিরুল ইসলাম জাকু, রফিকুল ইসলাম, রশিদুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুমুর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ইউপি সদস্য ওয়াজেদুল ইসলামের সহযোগিতায় বীরগঞ্জ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।

এব্যাপারে এলাকাবাসী জানায়, গত ২৬/১২/২০১৩ ইং তারিখে ৬৯৩১ নং দলিলে মা জেলেখা বেওয়া ছোট ছেলে জিয়াউর রহমানকে ঘোড়াবান্দ মৌজার জে.এল.নং- ১৭১, খতিয়ান নং- ২৮০, দাগ নং- ৩৩৬১ এর ২৮ শতক জমি রেজিষ্ট্রী করে দেয়, যা আমরা জানি। ছোট ভাই ও ভাতিজাকে এভাবে মারার চুড়ান্ত বিচার হওয়া দরকার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং মামলা দায়েরের প্রস্ত্ততি চলছে বলে জানা যায়।

Spread the love