শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে জাতীয় কন্যা দিবস পালন র্যা লী ও আলোচনা সভা

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে গত মঙ্গলবার জাতীয় কন্যা দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিল বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং এডিপি ওয়াল্ড ভিশন, আরডিআরএস, এসওপিকে এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বনঢ্য র‌্যালী শরের প্রধান প্রধার সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার রাসেল মনজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অফিসার রীতা রানী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যার একেএম কাওসার, মহিলা ভাইস চেয়ারম্যার মোছা: সেলিনা আক্তার, ওসি তদন্ত বেলাল হোসেন সরকার, গার্ল পাওয়ার প্রকল্পের টেকনিক্যাল অফিসার তাজদীদা বেগম ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দার আলী প্রমুখ । একই দিনে কৈননীয়া ভোগনগর ইউনিয়নের চকমাহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি র‌্যালী বের করে ও র‌্যালী শেষে বিদ্যালয় মাঠে মিনতী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি দীনেশ চন্দ্র রায়, ইউপি সদস্য প্রমোদ বর্ম্মন, কৈননীয়া প্রতিনিধি লোচন সাহমা ও সঞ্চালনা করেন বাসন্তী রায়।

Spread the love