
বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ বীরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
’’কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে বাসত্মবায়নের লক্ষ্যে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রাবেয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর অনিতা রায়,সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের গালপাওয়ার প্রজেক্টের উপজেলা টেকনিক্যাল অফিসার সাবিনা ইয়াসমিন, কন্যা শিশুদের পক্ষে বক্তব্য রাখেন জিন্না আকতার ও রম্নমন আকতার
র্যালীতে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন সহ বিভিন্ন স্কুলের শতশত ছাত্রীগণ অংশ গ্রহন করেন।