শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে জাতীয় জনসংখ্যা দিবস পালিত র‌্যালী ও আলোচনা সভা

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে গত বৃহস্পতিবার জাতীয় জনসংখ্যা দিবস পালিত র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রন্মের সুরক্ষা প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শাহ্ আলমের সভাপতিত্বে জাতীয় জনসংখ্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ আলম হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির, ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী। সভায় বক্তব্য রাখেন বিভাগিয় কর্মকর্তা-কর্মচারী ও অন্যরা।