
বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ বীরগঞ্জে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ বীরগঞ্জ জোনের আয়োজনে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন উপলক্ষ্যে দিনের শুরুতে উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম বেলূন উড়িয়ে জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন করেন। বেলা ১১টায় বীরগঞ্জ কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে অফিস চত্তরে ডিজিএম শাহীন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম মহামান্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতে যে বিশাল উন্নতি করেছেন তা রক্ষার জন্য প্রতিটি মানুষকে বিদ্যুৎ কম করে খরচ করে অপচয় রোধ করার আহবান জানান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া পরিচালক মোঃ বদিউল ইসলাম,আইয়ুবুল ইসলাম মিন্টু ও মোঃ আব্দুল হাই। সভায় এসময় উপস্থিত ছিলেন এজিএম (নিপর) মোঃ ফরিদ আলদীন,জুনিয়ার ইনজিনিয়ার মোঃ আমিনুল ইসলাম,এইসি(প্রশাসন) মোঃ জুয়েল ইসলাম,পিএএ (অর্থ বিভাগ) মোঃ ওয়াসিম আকরাম প্রমুখ।