
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সকাল ৮টায় বীরগঞ্জ থানা ও পৌর বিএনপির যৌথ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
বিকেলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। থানা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. মফিজ উদ্দিন চেৌধুরীর সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনাবক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নমিরুল ইসলাম চেৌধুরী সেনা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনোয়ার আহম্মেদ সিদ্দিকী, কৃষক দলের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান,ওলামা দলের আহবায়ক মাও. মো. সিরাজুল ইসলামসহ মহিলা দল, তাতী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে দেশ-জাতীর মঙ্গল কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।