শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ জল আছে যেখানে, মাছ চাষ সেখানে। এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অসীম কুমার ঘোষ এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

তিনি বলেন, বীরগঞ্জে উপজেলায় বর্তমানে ১০১টি সরকারী জলাশয় রয়েছে। এ সব জলাশয় হতে প্রতি বছর ৩৫১৮.০০ মেঃ টন মাছ উৎপাদ হয়। যদিও জনসংখ্যা অনুযায়ী উৎপাদনে পরিমান অপ্রতুল। উপজেলায় মাছ চাষে নতুন প্রযুক্তি সম্প্রসারিত হয়েছে। ইহাছাড়া মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় মাছের খাদ্য ও ঔষধ বিক্রেতার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। মৎসচাষীদের প্রশিক্ষণ প্রদানের ফলে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের সংখ্যা বেড়েছে। উপজেলায় মাছ চাষে দ্রুত সময়ে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আমরা আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রতন ঘোষ পিযুষ, সাধার সম্পাদক মোঃ মাহবুবুর রহমান আঙ্গুর, যুগ্ন সম্পাদক নিতাই সাহা লেলিন, বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মীর কাশেম লালু, বীরগঞ্জ প্রতিদিনের সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।