মোছাঃ জিন্না আকতারঃ সারা দেশের ন্যায় বৃহস্পতিবার সকালে বীরগঞ্জে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ পাইলট সরকারী বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সঙ্গীত, নৃত্য, হাম-নাত জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ক,খ আলাউল হাদী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটাক্টর মোঃ আব্দুল্ল্যা আল মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল ইসলাম, মমতাজ ফেরদৌসী প্রমুখ। অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ পত্র প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।