
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও ব্র্যাক ওয়াশ কর্মসুচির সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম কাওসার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, ব্র্যাক উর্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক হাসিনুর বেগম, উপজেলা ব্র্যাক ওয়াশ কর্মসুচির ম্যানেজার মোঃ আল আমিন, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী প্রমুখ। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতশত ছাত্র-ছাত্রী অংশ নেয়।