
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত শুক্রবার আসরের নামাজের পর জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওলানা গোলাম আজমের মৃত্যুতে জামায়াত-শিবিরের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পৌর শহরে জামায়াত ইসলামী বাংলাদেশের উপজেলা কার্যালয়ের সামনে উপজেলার সাবেক আমির আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হানিফের ইমামতিতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাযায় কয়েক শত জামায়াত-শিবির কর্মী অংশ গ্রহণ করে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে আলহাজ্ব মাওঃ মোহাম্মদ হানিফসহ স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গায়েবানা জানাযা শেষে গোলাম আযমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।