দিনাজপুরের বীরগঞ্জে মো. আল-আমীন (২০) এবং মো. আফিজ উদ্দিন (৪৫) নামে দুই জনকে ৪হাজার ৫শত জাল টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আল-আমীন ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব শুকানপুকুরী গ্রামের মো. আব্দুর রহমানের পুত্র এবং আফিজ উদ্দিন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ পিঠা পাড়া গ্রামের আবেরা মাহমুদের পুত্র।
গতকাল শনিবার রাত ১০টায় উপজেলার পলাশবাড়ী ঢেমঢেমিয়া কালীর মেলার কারিগর হোটেলের সামনে থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আল-আমীনের নিকট থেকে ২টি এবং আফিজ উদ্দিনের নিকট থেকে ৭টি জাল ৫শত টাকাসহ মোট ৪হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়েছে।