মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে জেএসসি ও পিএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত শনিবার জেএসসি ও পিএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান।

উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেম বাজার এলাকার মায়ের আর্শিবাদ কোচিং সেন্টারের পরিচালনা পর্ষদ জেএসসি ও পিএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করে। কোচিং সেন্টারের পরিচালক লিটন রায়ের সভাপতিত্বে বিদায় সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো:আবেদ আলী, লক্ষিকান্ত রায়, রাকাব কর্মকর্তা মখলেছুর রহমান, সাংবাদিক দশরথ রায় বাবুল। কোচিং সেন্টারের শিক্ষক ইতি আক্তার, জয়া রানী রায়, শিক্ষার্থী ও অন্যরা । এরআগে শিক্ষার্থীদের ফুলেল সংর্বধনা ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষা উপকরন প্রদান করা হয়।

Spread the love