রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নবনিবাচিত কার্যনিবাহী পরিষদকে সম্বর্ধনা প্রদান

দশরথ রায় বাবুলঃ বীরগজ্ঞে জেলা মোটর পরিবহন শ্রমিক উইনিয়নের কার্য নির্বাহী পরিষদের নব-নির্বাচিত কমিটিকে সম্বর্ধনা ও পরিচিতি পর্ব সভা অনুষ্ঠিত হয়েছে ।

গত কাল সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা মোটর স্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক উইনিয়নের কার্য নির্বাহী পরিষদের নব-নির্বাচিত কমিটিকে ফুলদিয়ে সম্বর্ধনা প্রধান করেন বীরগঞ্জ উপজেলা মোটর ষ্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও শ্রমিক নেতৃবৃন্দ। সম্বর্ধনা ও পরিচিতি পর্ব শেষে বীরগঞ্জ মোটর স্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপত্তিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মেদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে শ্রমিকদের দাবি আদায়ে এবং সংগঠনকে সু-সংগঠিত করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনিবাহী পরিষদের নবনির্বাচিত সভাপতি এম রফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইফুল রাজ চৌধুরী, তৈয়ব আলী, সাধারণ সম্পাদক ফজলে রাববী, বীরগঞ্জ স্ট্যান্ড কমিটির সহ-সাধারন সম্পাদক মানিক চক্রবর্ত্তী সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

Spread the love