
দশরথ রায় বাবুলঃ বীরগজ্ঞে জেলা মোটর পরিবহন শ্রমিক উইনিয়নের কার্য নির্বাহী পরিষদের নব-নির্বাচিত কমিটিকে সম্বর্ধনা ও পরিচিতি পর্ব সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত কাল সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা মোটর স্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক উইনিয়নের কার্য নির্বাহী পরিষদের নব-নির্বাচিত কমিটিকে ফুলদিয়ে সম্বর্ধনা প্রধান করেন বীরগঞ্জ উপজেলা মোটর ষ্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও শ্রমিক নেতৃবৃন্দ। সম্বর্ধনা ও পরিচিতি পর্ব শেষে বীরগঞ্জ মোটর স্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপত্তিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মেদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে শ্রমিকদের দাবি আদায়ে এবং সংগঠনকে সু-সংগঠিত করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনিবাহী পরিষদের নবনির্বাচিত সভাপতি এম রফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইফুল রাজ চৌধুরী, তৈয়ব আলী, সাধারণ সম্পাদক ফজলে রাববী, বীরগঞ্জ স্ট্যান্ড কমিটির সহ-সাধারন সম্পাদক মানিক চক্রবর্ত্তী সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।