
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে মঙ্গলবার দুপুর ২টায় টর্নেডোর আঘাতে ৪টি বাড়ী সম্পূর্ণ বিধস্ত হয়েছে। আহত হয়েছেন একজন । আহত মৃত কালা চাদ রায়ের পুত্র বীরেন্দ্র রায় (৫০)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলার মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ গ্রামে দুপুর ২টায় এক শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এ সময় মৃত রুস্তম আলীর পুত্র মোঃ তাজুল ইসলাম (৫৫) এর বাড়ীর ৮টি ঘরের টিন এবং তার ছোট ভাই মোঃ আবু তাহের (৫০) এর ৫টি ঘরের টিন প্রায় এক কিলোমিটার দুরে ভূট্টা ক্ষেতে গিয়ে পড়ে। একই গ্রামের মৃত কালা চাদ রায়ের পুত্র বীরেন্দ্র রায় (৫০) এবং তাঁর ছোট ভাই সুশেন্দ্র নাথ রায় (৪০) এর বাড়ী সুম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়।
আহত বীরেন্দ্র রায়ের স্ত্রী ললিতা রায় জানান, দুপুরে বৃষ্টির সময় তিনি মাঠে কাজ করছিলেন এ সময় হটাৎ করে প্রচন্ড বেগে ঝড় এসে বাড়ীর সবকিছু উড়িয়ে নিয়ে যায়। তার স্বামী এ সময় গরু আনতে মাঠে গেলে প্রতিবেশীদের টিন এসে আঘাত হানে। আঘাতে তিনি মারাত্মক আহত হয়েছেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রোকনুজ্জামান, মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান চৌধুরী বাদশা।