
বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ বীরগঞ্জে গতকাল টেকসই উন্নয়ন প্রযুক্তির প্রসারনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টেকসই উন্নয়ন প্রযুক্তির প্রসারন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উপলক্ষ্যে উপজেলার মরিচা ইউনিয়নে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহায়তায় জন সংগঠনের আয়োজনে একটি র্যালী প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা সমন্বয় পরিষদের নেতা বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান চৌধুরী বাদশা। সভায় প্রতিবন্ধীদের জীবনমান ও সুখ-দু:খ্যের চিত্র তুলে ধরে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র পক্ষে বক্তব্য রাখেন গ্রাম সহায়ক শাহজাহান কবির। আবু তালেবের পরিচালনায় অন্যদের মধ্যে জনসংগঠনের সদস্য-সদস্যা, মরিচা ইউনিয়নের মহিলা সদস্যগন, স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। র্যালী ও আলোচনা সভায় প্রতি বন্ধী, জনসংগঠনের সদস্য-সদস্যা ও সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।