মীর কাশেস লালু, বার্তা সম্পাদক ॥ দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় আজিজুল হক (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
আজিজুল উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকি গ্রামের জিয়ারুল হকের ছেলে এবং রহিম বখস উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
বুধবার দুপুর ১২টায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
রহিম বখস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম জানান, আজ বুধবার আজিজুল রিক্সা ভ্যানে তার পিতার সাথে কবিরাজহাট এলাকায় জমিতে পানি সেচ দিতে আসার পথে সকাল ৭টায় রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সামনে একটি অজ্ঞাত ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত আজিজুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেলে নেয়ার পথে বেলা ১২টায় তার মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাস আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী ইউডি মামলা হয়েছে।