সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে ডিগ্রী কলেজ ও শীতলাই আলিম মাদ্রাসায় একই সাথে কর্মরত

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ বীরগঞ্জে সরকারী বিধি লংঘন করে প্রশাসন ও অধ্যক্ষকে বৃদ্ধাংগুলি প্রর্দশন করে বীরগঞ্জ ডিগ্রী কলেজ ও শীতলাই সিনিয়র আলিম মাদ্রাসায় কর্মরত রয়েছে একই ব্যাক্তি ।

উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই সিনিয়র আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাসে বিভাগের প্রভাষক মো: আব্দুর রশিদ দিনাজপুর জেলার শ্রেষ্ট প্রতিষ্ঠান বীরগঞ্জ ডিগ্রী কলেজের (অর্নাস বিভাগ) ইসলামের ইতিহাসের প্রভাষক হিসেবে সরকারী বিধি লংঘন করে প্রশাসন ও অধ্যক্ষকে বৃদ্ধাংগুলি প্রর্দশন করে একই সাথে দুই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে একই ব্যাক্তি।

উপজেলা সদর থেকে ৪কিলোমিটার পশ্চিমে শীতলাই সিনিয়র আলিম মাদ্রাসায় গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেনের সাথে সাক্ষাত করা হলে জানান সরকারী সকল সুযোগ সুবিধা নিয়ে মাদ্রাসায় সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। এর-বাহিরে কি করে না করে তা-আমার জানার কথা নয় বা আমি জানি না। অভিযুক্ত প্রভাষক আব্দুর রশিদ জানান এই মাদ্রাসায় (এমপিও ভূক্ত) সার্বক্ষনিক দায়িত্ব পালন করি। দুপুরে খাওয়ার সময় সময়ে বীরগঞ্জ ডিগ্রী কলেজে অর্নাস ক্লাসে ইসলামের ইতিহাসের ক্লাস নিয়ে থাকি বিনিময়ে কতৃপক্ষ বাসা ভাড়া প্রদান করেন মাত্র।

বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধুরীর সাথে সাক্ষাত করা হলে জানান কলেজ পরিচালনা পর্ষদ কতৃর্ক অর্নাস ক্লাসের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ প্রদান করেছেন। নিদিষ্ট বিষয়ে পাঠদানের বিপরিতে প্রতিমাসে সম্মানী প্রদান করা হয়। ক্লাসের বাহিরে কে কি করে না করে তা আমার দেখার বিষয় নয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা: রাবেয়া খাতুন জানান একই সাথে দুই প্রতিষ্ঠানে কর্মরত থাকলে গণপ্রজাতন্ত্রী বাংলাদে সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি মোতাবেক উভয় প্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন।

উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর জানান একই সাথে দুই প্রতিষ্ঠানে কর্মরত থাকা আইনত দন্ডনিয় অপরাধ সুনিদিষ্ট অভিযোগ দিলে অভিযুক্ত বা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা যেতে পারে।

Spread the love