
মোঃ মীর কাসেম লালু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে উপজেলার প্রধান প্রধান নদীগুলোতে পানি নেই ঢেপা নদীর বুকে চলছে চাষাবাদ।
বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর নদীপথে পাল তুলে নৌকা চলাচল করেছে। শতশত বাঁস সাজিয়ে সদাগররা নদী পথে পঞ্চগড় থেকে দিনাজপুর, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে গিয়ে বিক্রি করেছে। ঢেপা নদীতে ব্রীজ না থাকার কারনে ২-৩ কিলোমিটার পরপর নৌকা ঘাটে মানুষ, গরু ও মহিষের গাড়ী, বরযাত্রীর পাল্কী, চাষীদের ধান, গম, পাট, ভুট্টা, আখ, আলু, আদা মরিচ, পেয়াজ, বেগুন, সাইকেল, ঘেড়া ইত্যাদি পারা-পাড়ের একমাত্র মাধ্যম নৌকা। বর্ষাকালে নদীর কানায় কানায় পানি। নদী ঘাটের ঘাটিয়ার মানুষ পাড়াপাড়ের জন্য ছোট ছোট নৌকায় এক জন মাঝী ও গরু, মহিষ ও ঘোড়া গাড়ী পারা পাড়ের জন্য বড় নৌকায় একাধিক মাঝি থাকতো। এইতো বছর বিশেক আগে নৌকা ডুবিতে পাল্টাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান কে উদ্ধার করা হয়েছিল কয়েকজন মারাও গিয়েছিল। কিন্তু আজ ঢেপা নদীর যৌবতো নেই বষাকালেও পানি নাই নদীর বুক চিরে চলছে চাষাবাদ। উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ১১০টি ওয়ার্ডের উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর শাখা আত্রাই, পূর্ণভবা, ঢেপা ও নর্ত নদীতে পানি নাই। প্রতি বছর বর্ষাকালে এক বা একাধিকবার প্রবল বর্ষণ ও প্রতিবেশী দেশ ভারত থেকে আসা পাহাড়ী ঢলে উচু ও নিচু এলাকা প্লাতিব হয় এবং পলিমাটি ঢেকে যায় এ এলাকার বালুচরগুলো। সুযোগ সন্ধানী কিছু প্রামত্মীক চাষী, বর্গা চাষী ও ভূমিহীন লোকজন স্ব,স্ব ভূমি অফিসে গিয়ে উপসহকারী ইউনিয়ন ভূমি কর্তার সাথে যোগাযোগ করে চটি কাগজ নিয়ে এবং অনেকে বালুচড় দখল করে আমন ধান, ইরি-বোরো ধান, ভূট্টা, তরমুজ, বাঙ্গি, আলু, চিনা বাদাম, বেগুন ,মরিচ, ভেন্ডি, শাক সব্জি, পেয়াজ, রশুন ও আদাসহ বিভিন্ন ফসল উৎপাদন করছে যা জাতীয় খাদ্যে মজুদে সহায়ক ভূমিকা পালন করছে। এক শ্রেণীর প্রভাবশালী মহল বেশ কিছু (বালুচর) জমি দখল করে বর্গা চাষে দিয়ে অবৈধ ভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে ভূমিহীন মানুষের অভিযোগ। প্রভাবশালী মহলের ভয়ে কেহই মুখ খুলতে সাহস পাচ্ছে না।