সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে তাজা বুলেট ও চিঠি দিয়ে ব্যবসায়ীকে হুমকি

বীরগঞ্জ প্রতিনিধি : সর্বহারা পরিচয় দিয়ে বাড়ীতে তাজা বুলেটসহ চিঠি পাঠিয়ে দিনাজপুরের বীরগঞ্জে নবীন চন্দ্র সাহা (৫০) নামে এক ব্যবসায়ীকে হুমকি প্রদান। ৩লক্ষ টাকা চাদা দাবি অন্যথায় দুই পুত্রসহ ঐ ব্যবসায়ীকে হত্যা করা হবে বলে মুঠো ফোনে জানিয়েছেন হুমকি দাতা।

 

নবীন চন্দ্র সাহা বীরগঞ্জ পৌর শহরের মৃত ধীরেন চন্দ্র সাহার পুত্র এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী।

 

সোমবার রাত ১০টায় তিনি এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।

 

বিশিষ্ট ব্যবসায়ী নবীন সাহা জানান, গত রবিবার সন্ধ্যা ৬টা ৩১মিনিটে আমার মুঠো ফোনে অজ্ঞাত ব্যক্তি নিজেকে সর্বহারা পরিচয় দিয়ে আমার বাড়ীর প্রবেশ দরজার ছাঁদে একটি জরম্নরী চিঠি আছে বলে জানান। রাতে বাড়ী ফিরে ফোনের কথামতো ছাদে একটি খাম পাই। খামটি খুলে দেখি সেখানে একটি তাজা বুলেট এবং একটি চিঠি রয়েছে। চিঠিতে নিজেদের সর্বহারা পরিচয় দিয়ে ৩লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। অন্যথায় আমাকে সহ আমার দুই ছেলেকে হত্যা করা হবে। চিঠি এমন আরও ৯ ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। পরিবারে লোকজনের সাথে আলোচনা করে লিখিত ভাবে বীরগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করে চিঠি ও বুলেটটি জমা দেওয়া হয়েছে।

 

বীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হুমকিদাতাদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

Spread the love