বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কওে গত শুক্রবার দু’পক্ষের সংঘর্ষে আহত ৫ জন আহত হয়েছেন।
উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমা গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র গাফ্ফার আলী (৫০) এবং মৃত ওবায়দুর মেম্বারের ১ম স্ত্রী মর্জিনা বেগম (৫০), দ্বিতীয় স্ত্রী সাজেদা বেগম (৪০) এর পাশাপাশি বাড়ী। গত শুকবার দুপুরে গাফ্ফার আলীর নাতনি মোছাঃ বাবলী (৩) বাড়ির সামনে পায়খানা করে। এ নিয়ে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত। সংঘর্ষে গাফ্ফার আলী (৫০), ভাই হাবিবুর রহমান (৪৫), হাবিবুরের স্ত্রী আক্তার বানু (৪০) ও হাবিবুরের মেয়ে শিমু আক্তার (১৫) গুরুত্বও আহত হয়। সংবাদ স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া ও বাবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে উভয় পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরেন্দ্র নাথ রায় কোকিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।