
মোঃ মোসত্মফা কামালঃ বীরগঞ্জে গত বুধবার দলিল লেখক সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক সমিতির ২০১৪ সালের নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান দলিল লেখক সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় ।
গত রবিবার ৯১ জন ভোটারের গোপন ভোটের মাধ্যমে ১৪ সালের দলিল লেখক সমিতির কমিটি নির্বাচিত হন । উল্লেখ্য যে মোঃ মোয়াজ্জেম হোসেন সভাপতি, মাইজুদ্দিন আহাম্মদ সহ-সভাপতি ও শাহ মোঃ হাসিনুর রহমান কোষাধ্যক্ষ এর বিরুদ্দে কোন প্রতিদ্বন্ধি না থাকায় বিনা নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে শ্রী উমেশ চন্দ্র রায় ৪৭, সহ সাধারন সম্পাদক পদে আনয়ারুল ইসলাম ৩৯, নিবাহী সদস্য পদে যথাক্রমে মোঃ নেজামদ্দিন ৬৪, রবিউল ইসলাম ভেন্ডার ৫৮, ফরিদুল ইসলাম ৫৩, নগেন্দ্র নাথ রায় ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বীরগঞ্জ সাব-রেজিষ্ট্রার মোঃ জহুরুল ইসলাম নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ।