
বীরগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ বীরগঞ্জে গত শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত।
‘‘অগ্রগতি মূলকথা নারী-পুরুষ সমতা’’ প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি, পল্লীশ্রী, দীপ শিখা, বেইজ মিতালী প্রশিক্ষণ কেন্দ্র, আরডিআরএস বাংলাদেশ, সুপথ, এসইউপিকে, সিডিএ, কারিতাস, কৈননিয়া, ব্র্যাক, গুড নেইবারস্, হোম অব পিস, সম্প্রীতি মানব উন্নয়ন সংস্থা, শীতলাই মহিলা উন্নয়ন সমিতি, উত্তর সুজালপুর মহিলা উন্নয়ন সমিতি, নিবন্ধিত মহিলা সমিতি সমূহের সহযোগীতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের অংশগ্রহনে র্যালী, নারী উন্নয়ন মেলা, ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন, রচনা, বির্তকসহ বিভিন্ন প্রতিযোগিতা, জেন্ডার ভিত্তিক তথ্য চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
দিবসটি পালন উপলক্ষ্যে সকাল ৯টায় র্যালী একটি বর্ণাঢ্য রালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিকেলে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অফিসার রীতা মন্ডল, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী প্রমুখ। আরো বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ। অনুষ্ঠানে এসময় জয়িতাদের আত্মকথন উপস্থাপন করা হয়।