
গীতা দাশ: দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সাংবাদিক সাংবাদিক সংস্থা এবং রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি সহযোগিতায় গত শুক্রবার সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এই সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর বিভাগীয় যোগাযোগ ও গণসংযোগ কর্মকর্তা মোঃ গোলাম এহছানুল হাবিব।
কর্মশালায় জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি মোঃ মীর কাশেম লালু, সহ-সভাপতি এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বীরগঞ্জ এলাকা পরিচালক মোঃ আইয়ুবুল ইসলাম মিন্টু, মোঃ রেজাউল করিম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক নীল রতন সাহা নিপু, দপ্তর সম্পাদক প্রভাষক শামীম আকতার সজীব, সদস্য মোঃ মোস্তফা কামাল, আহসান হাবিব, রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের উপজেলা সভাপতি মোঃ আব্দুল ওয়ারেছ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, পৌরসভা তথ্য সেবা কেন্দ্রের পরিচালক আলিফ রব্বাণী, বীরগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী রাণী রাসদা, শিশু সাংবাদিক গীতা দাশসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিক এবং শিশু সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।