মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে দুই জেএমবি সদস্য গ্রেফতার

হাসান জুয়েল, ষ্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে বীরগঞ্জে মোঃ ওমর ফারুক মোল্লা (৩৯)এবং মোঃ খাদেমুল ইসলাম ওরফে আবুল হোসেন ওরফে পাকিস্তানী আবুল (২৮) নামে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মোঃ ওমর ফারুক মোল্লা উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে এবং মোঃ খাদেমুল ইসলাম একই এলাকার মোঃ নইম উদ্দিন নুহুর ছেলে।

মঙ্গলবার সকাল ১০টায় অভিযান চালিয়ে সাতোর ইউনিয়নের পচিশ মাইল বাজার হতে তাদরে আটক করে।

বীরগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জেএমবি সদস্য আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে বেশকিছু দিন ধরে আটক ওমর ফারুক মোল্লা ও মোঃ খাদেমুল ইসলামের গতিবিধির বিশেষ নজরদারী রাখা হয়। এরপর প্রাপ্ত বেশকিছু তথ্যের ভিত্তিত্বে প্রাথমিক ভাবে আমাদের কাছে প্রতিয়মান হয়েছে তাদের জেএমবির কর্মকান্ডে সাথে সংম্পৃক্ততা আছে। তারা নাশকতার পরিকল্পনা করছেন এমন তথ্যে আমারদের কাছে আসার পর তাদেরকে সুকৌশলে আটক করা হয়েছে।