
বীরগঞ্জ প্রতিনিধিঃ বীরগঞ্জে দুই দিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত শুক্রবার সকাল থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শনিবার দিনভর এই বৃষ্টির কারণে চরম দূর্ভোগে পড়েছেন শ্রমজীবি মানুষ।
হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছেন সবজি চাষীরা। থেমে থেমে এই বৃষ্টি অব্যাহত থাকলে কৃষক,শ্রমজীবি মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।
ঠান্ডা এবং বৃষ্টির কারণে বৃদ্ধ এবং শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎকা কেন্দ্রগুলিতে বাড়ছে রোগীর ভীড়।