
বীরগঞ্জে গত বৃহস্পতিবার দুপুরে দুই দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পৌর শহরের ডাক্তারখান মাঠ সংলগ্ন হোমিও চিকিৎসক ডা. মো. পানাউল্লার আল-আকসা হোমিও হলে দুপুর ১টা ৩০মিনিটে বৈদ্যুতিক সট-সার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। উপস্থিত লোকজনের সহায়তায় দোকান মালিক তাৎক্ষণিক ভাবে আগুন নিয়ে ফেলে। তবে কোন ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
একই দিনে দুপুর সাড়ে ৩টায় একই এলাকায় মোঃ শামীমের তুলার দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রতিবেশী দোকানদার তাৎক্ষণিক ভাবে আগুন নিভিয়ে সক্ষম হয়। অগ্নিকান্ডে আনুমানিক ২০ হাজার টাকার তুলা পুড়ে গেছে বলে দোকান মালিক জানান। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।