দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মোঃ খেমাজ উদ্দিন (৭০) এবং মোঃ আমজাদ হোসেন (৪৫) নামে দুই মাদকসেবীকে ৪পুরিয়া গাঁজাসহ আটক করেছে পুলিশ।
আটক খেমাজ উদ্দিন উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের মৃত কফির উদ্দিনের পুত্র এবং আমজাদ হোসেন নিজপাড়া ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মোঃ আয়াজ উদ্দিনের পুত্র।
বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটের হাট বাজার হতে বীরগঞ্জ থানার এস আই এইচ এম নাজমুল হুদা তাদেরকে আটক করে।
বীরগঞ্জ থানার ওসি (তদমত্ম) মোঃ বেলাল হোসেন মাদকসেবী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।