
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ বীরগঞ্জে গত সোমবার দুর্নীতি প্রতিরোধে স্কুল কলেজ ও মাদ্রাসা আন্ত: উপজেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা জীবন থেকে ছাত্র-ছাত্রীদের দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশনের নিদের্শক্রমে উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ স্কুল কলেজ ও মাদ্রাসার সততা সংঘের অংশ গ্রহনে আন্ত: উপজেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমন্বিত দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আব্দুল করিম, বিশেষ অতিথি সহকারী পরিদর্শক একেএম নুরে আলম সিদ্দিকী।
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি বিমল চন্দ্র দাস, সহঃ সভাপতি মোঃ আব্দুল খালেক সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক আবুসামা মিঞা ঠান্ডু, নির্বাহী সদস্য হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ইয়াকুব আলী বাবুল, মোঃ আব্দুল মান্নান, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী ও প্রভাষক লতিফুর রহমান উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় গোলাপগঞ্জ ডিগ্রী কলেজ, বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন, গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ আমিনা করিম উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
বিচারকের দায়িত্ব পালন করেন দিনাজপুর জেলা ডেপুটি কমান্ডার (সাবেক) মোঃ কবিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সহকারী অধ্যাপক কালিপদ রায়, প্রভাষক প্রশান্ত কুমার সেন, শামীম আক্তার সজিব।
উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগী চ্যাম্পিয়ন দল সমন্বিত জেলায় দুর্নীতি দমন কমিশন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে বলে সংশ্লিষ্ঠ সুত্র জানান।