
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত রবিবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ১হাজার ২শত কোমলমতি শিশু ছাত্রছাত্রীদের শপথবাক্য পাঠের উদ্বোধন করা হয়েছে৷
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন আহাম্মেদের সহ-সভাপতি বিমল চন্দ্র দাস সাধারন সম্পাদক বীরগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুসামা মিঞা ঠান্ডু, নিবার্হী সদস্য বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী ও সততা সংঘের প্রতিনিধিগন ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন প্রাঙ্গনে ১হাজার ২শত কোমলমতি শিশু ছাত্রছাত্রীকে শপথ বাক্য পাঠের উদ্বোধন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন আহাম্মেদ৷ এ সময় ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান, পরিচালনা কমিটির সদস্য রাশেদা চৌধুরী, ডাঃ আমজাদ আলী ও শরীর চর্চা শিক্ষক আরশাদ মাহামুদ বাবু সহ শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন৷