
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে গত শুক্রবার দেশীয় অস্ত্রে জিম্মি করে ব্যবসায়ীর টাকা ছিনতাই ঘটনায় ৭ সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর গ্রামের বাসিন্দা ঠাকুরগাঁও জেলার গড়েয়াহাট এলাকার সুমাইয়া এন্টারপ্রাইজের প্রোপাইটার জসিম উদ্দীন ব্যাবসার কাজে বাড়ী থেকে গড়েয়া যাওয়ার পথে ঝলঝলী গ্রামের হাজী অব্দুস সাত্তারের পুত্র শাহাজাহান (৪০)’র নেতৃত্বে ময়মন সিংহ জেলার পাচুলি পাগলা বাজার এলাকার কসমত আলীর পুত্র নজরুল ইসলাম (৩৫)’র সহযোগিতায় একদল সন্ত্রাসী ব্যবসায়ীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে একটি ঘরে আটকিয়ে নির্যাতন করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় ও সন্ত্রাসীরা আরও ৩ লক্ষ টাকা দাবীতে মারপিট করে জোরপূর্বক ৩শ টাকার ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে। ভিকটিম জসিম উদ্দিন বাদী হয়ে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে নং-১২(০৯)১৫। অন্য আসামীরা হচ্ছে-ঢাকা-উত্তরার মুকুল হোসেন (৪০) ঝলঝলী গ্রামের হাবিবুর রহমান (৬০), আরাজি লস্করা গ্রামের নবী হোসেন (৪২), সিংড়া গ্রামের মনুমিয়া (৫০), ঠাকুরগাঁও সদরের চন্ডীপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪০)। এ সময় ব্যবসায়ীর চিৎকারে আবু হানিফা, রফিকুল ইসলাম, আব্দুল কাদের, অকবর আলী, আব্দুল জলিল ছুটে এসে জসিমকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পৌচেয়ে দেয়। বীরগঞ্জ থানা ওসি তদন্ত মোঃ ফখরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার সত্যতা পাওয়া গেছে তদন্ত চলছে।