মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ বীরগঞ্জে গত রবিবার দোকন ঘর ভাংচুর ও লুটপাটের হুমকি দেয়ায় সহকারী কমিশানার (ভূমি) আদালতে অভিযোগ করেছে দোকান মালিক।
জানা গেছে, উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার আশ্রায়নের বাসিন্দা মৃত ইনু মন্ডলের পুত্র মফিজ মন্ডল (৮০) ২০০৪ইং আশ্রায়ন প্রতিষ্ঠার পর অর্জুনাহার আশ্রায়ন পুকুরের দক্ষিন পাড়ে একটি চা-দোকান করে সংসার পরিচালনা করে আসছে। দীর্ঘ ১০ বছর পর এলাকার আব্দুস সাত্তার, নূরু খা, বেলাল হোসেন, ইমান আলী আব্দুস সালাম সম্প্রতি দোকান ঘর মেরামতের কাজে বাধা দেয়। তাদের বাধার কারনে কিছু দিন কাজ বন্ধ রাখা হয়। পরবর্তীতে তাদের অনুমতিতে দোকান ঘর মেরামত সম্পন্ন করা হলে তারা আবার দোকান সরিয়ে নেওয়ার জন্য চাপ দেয়। সরকারী ১নং খাস খতিয়ান ভূক্ত জমি থেকে দোকান সড়িয়ে নিতে অস্বীকৃতি জানালে দোকান ভাংচুর ও লুটপাটের হুমকি প্রদর্শন করে। অসহায় মফিজ মন্ডল নিরুপায় হয়ে দিনাজপুর-১আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের সুপারিশসহ ওই ৫জনের বিরুদ্ধে সহকারী কমিশানার (ভূমি) আদালতে মামলা দায়ের করেছে।
প্রেরকঃ
মোঃ আবেদ আলী
দৈনিক করতোয়া প্রতিনিধি
বীরগঞ্জ, দিনাজপুর।
মোবাঃ ০১৭১৮৬১৭৪৪১