বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ গত রবিবার সকাল ১০টায় নদীতে বর্শী দিয়ে মাছ ধরতে এক স্কুল ছাত্রের মর্মামিত্মক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিন সুজালপুর মাষ্টার পাড়া গ্রামের মোঃ সাদেক আলীর পুত্র বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে ছাত্র মোঃ জাহিদ হোসেন (১৫) সকাল ১০টায় ঢেপা নদীর আখিরা ডাঙ্গা ঘাটে বর্শী দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে বর্শী আগাছায় আটকে যায়। আগাছা থেকে আটকে যাওয়া বর্শী ছাড়িয়ে আনতে পানিতে নামলে ডুবে যায় জাহিদ। সেখানে দাড়িয়ে থাকা একটি শিশুর আত্মচিৎকারে আশে-পাশের লোকজন ছুটে এসে জাহিদকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মৃত জাহিদের বাবা মোঃ সাদেক আলী জানান, সকাল ৮টায় প্রাইভেট পড়ার উদ্যেশে জাহিদ বাড়ী থেকে বের হয়। সকাল ১০টায় এলাকার লোকজন মুটো ফোনে তাকে বিষয়টি জানায়।
স্কুল ছাত্র জাহিদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।