মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে নদী ভাঙ্গনে বিলিন রাস্তা, হুমকির মুখে ভাদগাঁ ব্রীজ।

SAMSUNG CAMERA PICTURESএন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ দিনাজপুরের বীরগঞ্জে নদীর ভাঙ্গনে বিলিন হয়ে গেছে রাস্তা, বর্তমানে হুমকির মুখে রয়েছে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ভাদগাঁ ব্রীজ ও আশে পাশের গ্রাম।

উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুড়িটাকিয়া, ঘোড়াবান্দ, কাজলগ্রাম সহ পৌরসভার পাশ দিয়ে বয়ে গেছে ঢেপা নদী। যা পূর্ণভবার সঙ্গে মিলিত হয়ে ভারতে প্রবেশ করে। ঢেপা নদীর দুই ধারে রয়েছে অসংখ্য হাট-বাজার, শ্বশ্মান, রাস্তা ও গ্রাম। নদীর ভাঙ্গনে বিলিন হয়ে গেছে কুড়িটাকিয়া বাজার হতে বীরগঞ্জ পৌর শহরে মিলিত হওয়ার গ্রাম্য রাস্তা ও ফসলী জমি। হুমকির মুখে রয়েছে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ভাদগাঁ ব্রীজ। এছাড়াও ধংশের মুখোমুখি রয়েছে কুড়িটাকিয়া বাজারসহ বিশাল এলাকা। কুড়িটাকিুয়া এলাকার জনসাধারণ ঢেপা নদীর ভাঙ্গন রোধের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করলেও অজ্ঞাত কারনে ব্যবস্থা গ্রহন করেনি কেউ।

স্থানীয় সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল খালেক ও স্থানীয় ইউপি সদস্য দুলাল চন্দ্র রায় জানায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সহ বিভিন্ন দপ্তরে নদী ভাঙ্গন রোধের জন্য সরকারী ও জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নের মাধ্যমে প্রকল্পের আবেদন করলেও ব্যবস্থা গ্রহন করা হয়নি।

এব্যাপারে এলাকাবাসী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রি ও দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের আশু-হস্তক্ষেপ কামনা করে নদীর ভাঙ্গন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোড় দাবী জানায়।