
নিজস্ব সংবাদদাতা : বীরগঞ্জে আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন উপজেলার সকল সাংবাদিদের সাথে মত বিনিময় করেন।
সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন প্রতিটি মানুষেরই ভুল হতে পারে,আমি খুব খুসি হব, যদি আপনারা আমার কোন ভুল পান তাহলে আমার সাথে আলোচনা করে আমার ভুল সুধরাতে সাহার্য্য করেন। আপনারা আমার কাছে যে কোন তথ্য নিতে আসবেন আমি সব রকম তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করবো । কারন তথ্য পাওয়া আপনাদের অধিকার । তবে অবৈধ কোন সুযোগ সুবিধা আমার কাছে পাবেন না এবং সেটার নেয়ার চেষ্টাও করবেন না।
তিনি আরো বলেন আইনের শাসন দিয়ে বা অপরাধীদের শাস্তি দিয়ে সমাজ থেকে ঘুস,দুর্নিতি, সন্ত্র্যাস, মারামারী, হানাহানী দুর করা যাবেনা । সমাজকে পরিবর্তন করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজকে পরিবর্তনের জন্য আপনাদের সাহার্য আমার একান্ত দরকার হবে।
বল প্রয়োগ বা শাস্তি দিয়ে নয় তিনি সকলের সাথে ভালবাসা বিনিময়ের মাধ্যমে বসবাসে বিশ্বাসি।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ সব রকম সাহার্য্য সহযোগিতা করার আশ্বাস দেন। এবং সৎ ও নিরপেক্ষ ভাবে প্রশাসনিক কার্য পরিচালনার পরামর্শ দেন।
চা চক্রের মাধ্যমে মত বিনিময় সভা শেষ হয়।