
ডি রায় বাবুল, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ বীরগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলম হোসেনকে ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়েছেন মহিলা ডিগ্রী কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ।
বীরগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার ও বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলম হোসেনকে গত বুধবার নির্বাহী অফিসারের কার্যালয়ে মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি শিক্ষক প্রতিনিধি দল ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শাহাবুদ্দীন মাহমুদ, প্রভাষক সেলিম জাহাঙ্গীর, প্রভাষক এইচ.এম মাহমুদুনবী প্রামানিক লিটন, প্রভাষক নাজনীন ফেরদৌসী প্রমুখ।
উল্লেখ্য, যে জন প্রশাসন মন্ত্রনালয়ের নির্দেশনায় মোহাম্মদ আলম হোসেন গত ১২ অক্টোবর বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন এবং তিনি বীরগঞ্জ বাসীর সার্বিক সহযোগীতা কামনা করেছেন।